How to factory reset in Android 2022-2023


    1. Restore or factory Reset settings এর উপায়

    বর্তমানে মানুষ মোবাইল প্রিয়। মোবাইলকে মানুষের প্রানও বলা যেতে পারে। অনেক সময় আমরা মোবাইলে বিভিন্ন সমস্যায় পরি। কিন্তু এর সঠিক সমাধান খুজে পাই না। তাই আমাদের সমস্যা আরো জটিলে রূপ নেয়। গোপন ও নতুন ট্রিক্স এবং আপডেট জানতে এখনই " Follow " করে নিন।






    ১. আপনার হাতে থাকা স্মার্টফোনের settings অপশনে প্রবেশ করুন।

    ২. মোবাইলের settings থেকে General Management নামক অপশনে ক্লিক করুন।

    ৩. General Management অপশনে আপনি Language input, Data and Time, contact us নামক কিছু অপশন দেখতে পাবেন।

    ৪. একটু নিচে গেলেই আপনি Reset অপশন খুজে পাবেন। এবং ক্লিক করুন।

    ৫. সেখানে কয়েক ধরনের reset এর সেটিংস রয়েছে। Factory data reset নামক অপশনে ক্লিক করে নিন।

    ৬. আপনার ডিভাইসের পাসওয়ার্ডটি দিয়ে confirm করে নিন।




    আপনার প্রয়োজনীয় data আপনার ফোনের gmail একাউন্টে Backup করে নিতে পারবেন। মোবাইল নতুন অবস্থায় যেমন fast ছিল তেমন হয়ে যাবে। এক কথায় মোবাইলটি পুরো নতুন হয়ে যাবে। তবে লক্ষনীয় আপনার সব কিছু ডিলিট হয়ে যাবে Factory reset এর পর। তাই reset দেয়ার আগে জরুরি তথ্য সংরক্ষন করুন।






    2. OTG cable ব্যবহার নিয়ম

    মোবাইল ব্যবহার করলেও আমরা অনেকেই OTG সম্পর্কে জানি না। কেউ কেউ জানলেও এর সঠিক ব্যবহার ও উপকারিতা সম্পর্কে জানি না। মোবাইলে OTG দিয়ে আমরা কয়েক ধরনের গুরুত্বপূর্ণ কাজ করতে পারি। তার মধ্যে অন্যতম হল :

    ১. মোবাইলে Pendrive ব্যবহার করে ফাইল ট্রান্সফার।

    ২. মোবাইলকে কম্পিউটারের মত করে Mouse pointer দিয়ে ব্যবহার করা।

    ৩. মোবাইলে keyboard ব্যবহার করা।

    ৪. game pad এর সাহায্যে যেকোন game খেলা।

    Post a Comment

    1 Comments