Android - আপনার স্মার্টফোনটি কি অনেক স্লো? এখনই সুপার ফাস্ট করে নিন


    Clear App Cache On Android: জায়গা নেই স্মার্টফোনে আর? এর কারন হিসেবে ভাবছেন অনেক app আপনার ফোনে। তাহলে এই ধারনাটি সম্পূর্ণ ভুল। যে কোন app কেটে ফেলা বা delete করার পূর্বে ঐ app এর মেমোরি খালি করে নিন। তবে ফোনের স্টোরেজ এ লক্ষ করলে দেখতে পাবেন অনেকটাই ফাঁকা হয়েছে। এই কাজটি করার উপায় জেনে নেয়া যাক।







    এই সময় ডিজিটাল ডেস্ক: স্মার্টফোন প্রায় অনক দিন ধরে ব্যবহার করার ফলে আস্তে আস্তে হলকা স্লো হয়ে থাকে। বিভিন্ন কারনে smartphone স্লো হয়ে থাকে। এর মধ্যে অন্যতম একটি কারন হল ফোনের storege সম্পূর্নরূপে পূরন হয়ে যাওয়া। মূলত app ডেটা মেমোরি full হলে smartphone অতিরিক্ত স্লো হতে শুরু করে। ওয়েবসাইট এর লিং অথবা app লোড speed এর জন্য ডেটা মেমোরি ব্যবহার করা হয়। ডেটা মেমোরির মধ্যে কিছু তথ্য প্রতিদিনই ব্যবহার হয় অনেকটা Auto filler এর মতো। কিন্তু ফোনের ডেটা মেমোরি সবসময় clear করে রাখলে, ফোনের পারফরম্যান্স অনেকাংশেই বৃদ্ধি পায়।












    প্রায় সব smartphone এর মধ্যে Chrome নামক ব্রাউজারটি থাকে। অন্য সকল ব্রাউজারেই ডেটা clear এর পদ্ধতি প্রায় এক। চলুন জানা যাক কিভাবে smartphone এ Chrome ব্রাউজারের ডেটা clear করতে হয়:-













    ১. আপনার smartphone এর Chrome নমক ব্রাউজারটি open করে নিন।




    ২. ঠিক ডান পাশের উপরে থ্রি ডট মেনু select করুন।




    ৩. তারপর select করে নিন Settings নামক অপশনটি।




    ৪. এরপর Privacy and Security নামক অপশন দেখতে পাবেন এবং select করে নিন।




    ৫. Clear browsing data নামক অপশনটি select করে নিন।




    ৬. আপনার smartphone এর সুনির্দিষ্ট কোনও সময়ের ডেটা delete করতে চান তবে সেখান থেকে Time Range নামক অপশন select করুন।




    ৭. যদি আপনি শুধু ডেটা delete করতে চান তবে Browsing history এবং Cookies and site data নামক অপশনগুলো uncheek করে নিন।




    smartphone এর ব্রাউজার ডেটা clear করার ফলে যেমন ফোনের পারফরম্যান্সে বাড়ে তারচেয়ে বেশি পারফরম্যান্সে হয় storage clear করার কারণে। App মেমোরি clear করার নিয়মগুলো জানা যাক:-








    ১. আপনার smartphone এর Settings অপশনটি open করে নিন।


    ২. সেখান থেকে Storage নামক অপশনটি select করে নিন।


    ৩. তারপর Other Apps/Application নামক অপশন select করে নিন।


    ৪. আপনার smartphone এর ব্যবহার করা কোন app কতটুকু storage দখল করে তার সকল তথ্য দেখতে পাবেন।




    তাছাড়াও যেসকল app আপনার smartphone এর মধ্যে কোন কাজে লাগে না কিংবা কোন প্রয়োজন নেই, সে সকল app গুলো হলো আপ্রয়োজনীয় app. এই সকল app গুলো delete করলে ও আপনার smartphone এর speed বেড়ে যাবে।