Laptop Screenshot - ল্যাপটপে স্ক্রিনশট নেয়ার সবচেয়ে সহজ পদ্ধতি


    আপনি কি স্ক্রিনশট নিতে চাচ্ছেন আপনার ল্যাপটপে বা কম্পিউটারে ?













     কিন্তু কিভাবে কম্পিউটার বা ল্যাপটপে স্ক্রিনশট নিতে হয় তা বুঝতে পারছেন না। কম্পিউটার বা ল্যাপটপে স্ক্রিনশট নেয়ার সঠিক নিয়ম কি? তাহলে আপনি সঠিক স্থানে এসেছেন।




    বর্তমান সময়ে কম্পিউটার ও ল্যাপটপের জনপ্রিয়তা বেড়েছে অনেক, প্রযুক্তির অগ্রগতির সাথে তাল মিলিয়ে। যা বিশ্বকে পৌঁছে দিয়েছে এক অনন্য শিকড়ে।




    বর্তমানে কম্পিউটার বা ল্যাপটপ নেই এমন মানুষের সংখ্যা খুব কম হলেও কম্পিউটার বা ল্যাপটপ চিনে না এমন মানুষ খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। তবে কম্পিউটার বা ল্যাপটপের সঠিক ব্যবহার জানা জরুরী, কম্পিউটার বা ল্যাপটপকে চিনার থেকেও অনেক।




    আমার প্রতিদিন প্রায় বেশ কিছু কাজ করে থাকি কম্পিউটারের সাহায্যে ( যেমনঃ- অফিসের হিসাব-নিকাশ, পড়াশোনা, মুভি দেখা,গান শোনা ও গেমস খেলা ইত্যাদি)।




    কখনো কখনো আমরা কম্পিউটারে কাজ করার সময় কাজের কোনো গুরুত্বপূর্ণ তথ্য, যা লিখতে গেলে সময় লাগবে অনেক। কিন্তু কম্পিউটারে সেভ করার প্রয়োজন এমন ক্ষেত্রে আমরা স্ক্রিনশট নেয়া হল সবচেয়ে ভালো উপায়।


    আমরা অনলাইনে পড়াশোনার করতে চাই তখনও আমাদের কোনো গুরুত্বপূর্ণ পড়া সেভ করার প্রয়োজন হতে পারে। এছাড়াও কোনো গুরুত্বপূর্ণ ছবি যা আমাদের কম্পিউটার বা ল্যাপটপে দেখানো হচ্ছে। কিন্তু সেভ করা যায় না তখন আমরা কম্পিউটারে স্ক্রিনশট নিতে পারি। 






    কিন্তু আমরা অনেকেই জানিনা কিভাবে কম্পিউটার দিয়ে স্ক্রিনশট নেয়া হয়। 




    হতে পারে আপনিও। তাই না?




    যদি আপনার প্রয়োজন স্ক্রিনশট নেয়া তাহলে সম্পূর্ণরূপে পড়ুন এই পোস্টটি। জেনে নেয়া যাক কোন কোন উপায়ে কম্পিউটারে স্ক্রিনশট নেয়া যায়।




    কম্পিউটার বা ল্যাপটপে স্ক্রিনশট নেয়ার ৭টি উপায় দেখানো হলো এই পোস্টে।






    Snipping Tool এর মাধ্যমে স্ক্রিনশট


    Prt Scn বাটন এবং Paint এর মাধ্যমে স্ক্রিনশট


    Game Bar এর মাধ্যমে 


    Alt + Print Screen এর মাধ্যমে 


    Power + Volume Up এর মাধ্যমে 


    Windows + Print Screen এর মাধ্যমে 
    এবং
    Third-party screenshot apps এর মাধ্যমে নেয়া যায় স্ক্রিনশট




    এবার জেনে নেয়া যাক স্ক্রিনশট কি? 




    স্ক্রিনশট হল স্ক্রিন ক্যাপচার , যা একটি ছবি কোনো কম্পিউটার, ল্যাপটপ অথবা মোবাইল ব্যবহারকারী তাদের নিজস্ব ডিভাইসের স্ক্রিনে আসা কোনো গুরুত্বপূর্ণ অংশকে সেভ করা।




    এই গুরুত্বপূর্ণ অংশ তাদের কাছে ইমেইজ হিসেবে সেভ হয় এবং পরে সে তার প্রয়োজন অনুযায়ী যেকোন সময় দেখতে এবং ব্যবহার করতে পারে।




    মোবাইল ছাড়া কম্পিউটার বা ল্যাপটপে স্ক্রিনশট ও বিভিন্ন প্রোগ্রাম কিবোর্ড দিয়ে সহজেই খুব দ্রুত নেয়া যায়। চলুন এ বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব।




    মোবাইলের দিয়ে স্ক্রিনশট নেয়া অনেক সহজ, কিন্তু কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে স্ক্রিনশট নেয়া মোবাইল থেকে আরো সহজ। কিন্তু আমরা অনেকেই তা জানিনা বলে কম্পিউটার বা ল্যাপটপে স্ক্রিনশট নেয়া আমাদের জন্য কঠিন হয়ে পড়ে।




    আমাদের কাছে কম্পিউটার বা ল্যাপটপে স্ক্রিনশট নেয়া কঠিন মনে হলেও খুব সহজে আপনি কম্পিউটার বা ল্যাপটপে স্ক্রিনশট নিবেন কিভাবে? তাই যদি আপনি সঠিক ও সহজে কম্পিউটার বা ল্যাপটপে স্ক্রিনশট নিতে চান তাহলে নিচে দেয়া উপয়গুলো সঠিকভাবে মনোযোগ দিয়ে লক্ষ করুন।




    চলুন যেনে নেয়া যাক আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপে স্ক্রিনশট নিতে পারবেন কিভাবে খুব সহজে? 


    Snipping Tool এর মাধ্যমে স্ক্রিনশট


    সর্বপ্রথম ও সবচেয়ে সহজভাবে কম্পিউটার বা ল্যাপটপে স্ক্রিনশট নেয়ার মাধ্যম হলো Snipping Tool ।




    Snipping Tool দিয়ে খুব সহজেই আপনার কম্পিউটার বা ল্যাপটপে নিতে পারবেন স্ক্রিনশট।




    আর windows ইউজারকারীদের জন্য তো আরো সহজ। যাকে বলা যায় পানি ভাতের মত।




    কারণ প্রতিটি windows অর্থাত windows7, windows8, windows10 সব ভার্সনেই Snipping Tool ইনবিল্ড অবস্থায় থাকে।




    Snipping Tool দিয়ে কম্পিউটার বা ল্যাপটপে স্ক্রিনশট নেয়ার উপায় দেয়া হলঃ-


    first এ আপনার keyboard এর উইন্ডো বাটনে চাপুন।


    তারপর search করুন Snipping Tool লিখে।


    search রেজাল্টে Snipping Tool এ ক্লিক করুন।


    এরপর Snipping Tool এর মধ্যে New অপশনে যান।


    মাউসের রাইটে ধরে রাখুন তারপর স্ক্রিনটি select করুন।


    স্ক্রিনটি select হওয়ার পরে রাইট বাটনটি ছারুন।


    then সেভ বাটনে Click করুন অথবা keyboard এর ctrl + s বাটন দুটি চেপে স্ক্রিনশটটি সেভ করে নিন।




    keyboard এর Prt Scn ও Paint এর মাধ্যমে স্ক্রিনশট নেয়া


    কম্পিউটার ও ল্যাপটপে স্ক্রিনশট নেয়ার অন্যতম একটি সহজ ও উত্তম উপায় হলো Print Screen বাটন ব্যবহার।




    আপনি একটু লক্ষ্য করলেই প্রতিটি keyboard এ prt scn বাটন বিদ্যমান। prt scn এর অবস্থান হল keyboard এর উপরে ঠিক ডান পাশে।




    স্ক্রিনশট নেয়ার এখনের পদ্ধতিটির জন্য আপনার কম্পিউটারে Paint নামক অ্যাপ্লিকেশনটি থাকা জরুরি।




    কিন্তু যে সকল কম্পিউটার windows কম্পিউটার অর্থাত windows7, windows8, windows10 সব ভার্সনেই Paint অ্যাপ্লিকেশনটি থাকে। এক্ষেত্রে paint অ্যাপ্লিকেশনটি download কিংবা ইনিস্টল করার কোন প্রয়োজন নেই।




    স্ক্রিনশট নেয়ার জন্য prt Scn বাটন এবং Paint অ্যাপ্লিকেশনের ব্যবহারের মাধ্যম দেয়া হলঃ-


    স্ক্রিনশটের জন্য আপনি কম্পিউটারের keyboard এ গিয়ে Prt Scn বাটনটিতে Click করুন।


    তারপর Paint নামক অ্যাপ্লিকেশনটি open করুন।


    Paint নামক অ্যাপ্লিকেশনটি open করার পর ctrl + v চাপার মাধ্যমে স্ক্রিনশটটি Paste করুন।


    তারপর স্ক্রিনশটটি সেইভ করার জন্য ctrl + s চাপুন।




    Game Bar এর মাধ্যমে স্ক্রিনশট নেয়া


    Game Bar অপশনটি আপনি সাধারনত windows 10 এর ক্ষেত্রে দেখতে পাবেন।এটি মূলত গেমের স্ক্রিনশট নেয়া ও গেমের ভিডিও রেকর্ড করা জন্য ব্যবহার করা হয়।




    Game Bar দিয়ে স্ক্রিনশট নেয়ার জন্য নিচের দেয়া উপায়সমূহ ভাল করে লক্ষ করুন করুনঃ-


    প্রথমে আপনার কম্পিউটার বা ল্যপটপে Game Bar অপশনটি open করুন। open করার জন্য চলে যান কম্পিউটারের keyboard এর এবং চাপুন Windows key + G ।তারপর Game Bar অপশনটি open হয়ে যাবে।


    Tips: যদি Game Bar অপশনটি Open হতে কোন রকমের problem হয় তাহলে cheek করে নিন আপনার কম্পিউটার বা ল্যাপটপে এটি enable আছে কিনা। যদি এটি আপনার কম্পিউটার বা ল্যাপটপে enable না থাকে তাহলে enable করার জন্য "Game bar settings" লিখে search করুন। তারপর আপনি পেয়ে যাবেন "Record game clips, screenshot and broadcast using Game Bar" এর মধ্যে Click করুন।এরপরই কম্পিউটার বা ল্যাপটপে Game Bar নামক অপশনটি enable হবে।


    আপনার কম্পিউটার বা ল্যাপটপে স্ক্রিনে একটি মেনু বার open হবে। মেনু বারের মধ্যে কতগুলো অপশন থাকবে। সেখান থেকে ক্যামেরা আইকনে দেখতে পাবেন এবং আইকনে click করুন, সাথে সাথে আপনার কম্পিউটারে স্ক্রিনের দৃশ্যটির স্ক্রিনশট হয়ে যাবে।


    Game Bar এর মাধ্যমে নেয়া স্ক্রিনশটগুলে আপনার কম্পিউটার বা ল্যাপটপে .PNG ফইল হিসেবে সেভ হবে। এটি সেব হবে আপনার কম্পিউটার বা ল্যাপটপের Videos > Captures ফোল্ডারে।




    Alt + Print Screen এর মাধ্যমে স্ক্রিনশট নেয়া 


    কম্পিউটার বা ল্যাপটপে খুব সহজে এবং দ্রূত স্ক্রিনশট নেওয়ার অন্যতম একটি উপায় হল Alt + Print Screen দারা স্ক্রিনশট।


    কম্পিউটারের যেকোনো এক্টিভ স্ক্রিনের এই পদ্ধতিতে স্ক্রিনশট নেয়া সম্ভব।




    এই পদ্ধতি অবলম্বন করে স্ক্রিনশট নিতে আপনার কম্পিউটারে বা ল্যাপটপে Paint নামক অ্যাপ্লিকেশন থাকতে হবে। সকল windows কম্পিউটারে বা ল্যাপটপে এটি ইনবিল্ড হয়েই থাকে। নতুন করে কোনো কিছু করতে হয় না।




    Alt + Print Screen দ্বারা স্ক্রিনশট নেয়া পদ্ধতিগুলো নিচের দেয়া হলঃ-


    আপনি যে স্ক্রিনটির স্ক্রিনশট নিতে চাচ্ছেন সে স্ক্রিনটি open করে নিন।


    তারপর আপনার কম্পিউটার বা ল্যাপটপের keyboard এর Alt + Print Screen key তে click করুন। সে স্ক্রিনটি কম্পিউটারের ক্লিপবোর্ডে copy হয়ে যাবে।


    তারপর আপনি আপনার Paint নামক অ্যাপ্লিকেশনটি open করে নিন।


    Paint অ্যাপ্লিকেশন open করে ctrl + V তে click করে কপিকৃত স্ক্রিনশটটি Paste করে নিন।


    তারপর keyboard এর ctrl + S এ click করে স্ক্রিনশটটি সেভ করুন।




    Power + Volume Up বাটনের দ্বারা স্ক্রিনশট নেয়া


    শুধুমাত্র Windows 10 এর ব্যবহারকারীরা Power + Volume Up এর মাধ্যমে স্ক্রিনশট নিতে পারবে। অন্যরা এ মাধ্যমটি ব্যবহার করে স্ক্রিনশট নিতে পারবে না।




    Power + Volume Up দ্বারা স্ক্রিনশট নেয়ার পদ্ধতিগুলো দেয়া হলঃ-


    প্রথমে আপনি যে স্ক্রিনের স্ক্রিনশট নিবেন আপনার কম্পিউটার বা ল্যাপটপের সেই স্ক্রিনটি open করুন।


    তারপর কম্পিউটারের keyboard এ Windows + Volume Up key চেপে ধরুন।কম্পিউটারের স্ক্রিনশটি একটু ডিম হয়ে আবার আগের মত হয়ে যাবে এবং স্ক্রিনশট auto সেভ হয়ে যাবে।


    টিপস্ঃ যদি আপনার কম্পিউটার বা ল্যাপটপের মাইক্রোসফট সার্ফেস ৩ বা তার চেয়ে পুরনো ভার্সন হয়ে থাকে থাকে, তাহল স্ক্রিনশটের জন্য click করুন Windows + Volume Down key. 


    স্ক্রিনশটটি Pictures > Screenshots ফোল্ডারে পেয়ে যাবেন।




    Windows + Print Screen এর মাধ্যমে স্ক্রিনশট নেয়া


    যে কোন কম্পিউটারে স্ক্রিনশট এর জন্য সবচেয়ে ভালো, সহজ ও দ্রুত মাধ্যম হল এটি।




    আপনি যদি হন একজন Windows 10 ব্যবহারকারী, তাহলে কোন কথাই নেই স্ক্রিনশটি auto সেভ হয়ে যাবে।








    Windows + Print Screen দ্বারা স্ক্রিনশট নেয়ার পদ্ধতিগুলো দেয়া হলঃ-


    প্রথমে আপনি যে স্ক্রিনের স্ক্রিনশট নিবেন আপনার কম্পিউটার বা ল্যাপটপের সেই স্ক্রিনটি open করুন।


    তারপর কম্পিউটার বা ল্যাপটপের keyboard এর Windows + Print Screen key চাপুন। কম্পিউটারের স্ক্রিনশটি একটু ডিম হয়ে আবার আগের মত হয়ে যাবে এবং স্ক্রিনশট auto সেভ হয়ে যাবে।




    Third-party screenshot apps এর মাধ্যমে স্ক্রিনশট নেয়া


    যদি আপনার এক্সট্রা ফিচার কিংবা উপরের উপায়গুলো পছন্দ না হয় তবে আপনি ব্যবহার করতে পারেন কিছু Third-party screenshot apps. 


    পপুলার Third-party screenshot apps এর মধ্যে অন্যতম হলোঃ


    Lightshot


    PicPick


    ScreenRec


    Greenshot




    আপনি ইচ্ছেমত যেকোনো একটি Third-party screenshot apps ব্যবহারের মাধ্যমে আপনার কম্পিউটার বা ল্যাপটপে সহজেই স্ক্রিনশট নিতে পারেন।