symptoms of bronchitis


    মূলত শ্বাসনালির অসুখ হলো ব্রংকাইটিস। ব্রংকাইটিস হওয়ার বিভিন্ন কারন থাকতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই ব্যাকটেরিয়ার আক্রমণে ব্রংকাইটিস হয়। ব্রংকাইটিস এর জন্য অস্বাস্থ্যকর পরিবেশ, ধূলিকণা যুক্ত বায়ু, ধূমপান ইত্যাদি দায়ী। তবে যদি কোন ব্যক্তি একবার এ রোগে আক্রান্ত হয়, তবে বারবার এটি হতে পারে। বেশিভাগ ক্ষেত্রে ব্রংকাইটিস শিশু ও বৃদ্ধদের ক্ষেত্রে দেখা যায়। শ্বাসজনিত অধিকাংশ রোগের জন্যই ধূমপান দায়ী।


    symptoms of bronchitis




    ব্রংকাইটিসয়ের লক্ষণগুলি হল

    ১. ব্রংকাইটিস হলে প্রথমত কাশি হয়ে থাকে। এবং এর পাশাপাশি শ্বাসকষ্ট হবে।

    ২. কাশির সময় বুকে অনেক ব্যথা হতে পারে।

    ৩. কোন প্রকার শক্ত জাতীয় খাবার খেতে সমস্যা হওয়া।

    ৪. কাশির সময় নিয়মিত কফ বের হয়।



    যদি দীর্ঘদিন ধরে অর্থাৎ 2-3 মাস কাশির সাথে কফ হয়। এবং এর পাশাপাশি উপরের লক্ষণ গুলোর থাকলে ব্রংকাইটিস এর সম্ভবনা রয়েছে।





    দীর্ঘস্থায়ী ব্রংকাইটিস এর লক্ষন

    ১. বেশি মাত্রায় হাচি-কাশি হলে সেটি দীর্ঘস্থায়ী ব্রংকাইটিস এর নমুনা।

    ২. কাশি খুব খারাপ বা কফসহ হলে।

    ৩. কাশি প্রায় তিন থেকে চার মাস ব্যাপী হলে।





    তীব্র ব্রংকাইটিস

    ১. ঠান্ডা লাগলে যেসব বৈশিষ্ট্য দেখা যায় তা থাকতে পারে।

    ২. তীব্র ব্রংকাইটিস হলে শরীরে জ্বর থাকতে পারে।

    ৩. দেহের বিভিন্ন অংশে ব্যথা হতে পারে।





    ব্রংকাইটিসের প্রধান কারণ

    ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের ফলে যেসব উপসর্গ দেখা যায়, তার প্রায় সবগুলো দেখা যাবে। ফ্লু-এর জন্য দায়ী ভাইরাসের আক্রমনে ব্রংকাইটিস হয়। তবে দীর্ঘস্থায়ী ব্রংকাইটিসের এর ক্ষেত্রে গ্যাস্ট্রিক জনিত সমস্যার দেখা দিতে পারে। এক্ষেত্রে ফুসফুস জনিত সমস্যা থাকতে পারে।


    ব্রংকাইটিসের উপসর্গগুলি বিভিন্ন সময় বিভিন্ন রকম হতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে এই সকল সাধারন উপসর্গ গুলো দেখা যায়।










    Post a Comment

    0 Comments