fareast islami life insurance


    বর্তমানে আমরা অনেকেই বীমা করতে আগ্রহী। কিন্তু সম্পূর্ণ নিয়ম-কানুন সম্পর্কে না জানার কারনে আমরা নানা সমস্যায় পড়ি। অনেক সময় আমরা নির্ভরযোগ্য তথ্যের অভাবে বিভ্রান্তিকর অবস্থায় পরে থাকি। আজ আমরা ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরন্সে এর সকল সুবিধা-অসুবিধা সম্পর্কে জানব। পাঁচ কিস্তি বীমা পরিকল্প বীমা গ্রহীতার বিশেষ প্রয়োজনে অত্যান্ত ভূমিকা রাখে ফারইস্ট ইন্সুরেন্সের পাঁচ কিস্তি সম্পন্ন বীমা প্রকল্প।





    ফারইস্ট ইন্স্যুরন্সের সুবিধা

    ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরন্সে আপনি পাঁচ কিস্তি বীমায় সর্বনিম্ন ৩০,০০০ টাকার বীমা করতে পারবেন। এক্ষেত্রে আপনি বছরে সর্বনিম্ন ১৯০৫ টাকার প্রিমিয়াম প্রদান করতে পারবেন। এই বীমার জন্য আপনার বয়স হতে হবে ১৮ থেকে ৫৫ বছর। আপনি ১০বছর বা ১৫ বছর বা ২০ বছর মেয়াদে এই বীমা নিতে পারবেন।


    ১. বীমার মেয়াদের ৫ ভাগের ১ ভাগ সময় পূর্ণ হলে, আপনার মোট টাকার ১০% আপনাকে দেওয়া হবে।


    ২.বীমার মেয়াদের ৫ ভাগের ২ ভাগ অর্থাৎ ২/৫ সময় পূর্ণ হলে, আপনার মোট টাকার ১৫% আপনাকে দেওয়া হবে।


    ৩.বীমার মেয়াদের ৩/৫ কাল অতিবাহিত হলে, আপনার মোট টাকার বাকি ২০% আপনাকে দেওয়া হবে।


    ৪. আাবার মেয়াদের ৪/৫ সময় অতিবাহিত হলে, মোট টাকার পরবর্তী ২৫% প্রদান করা হবে।


    ৫. আপনার বাকি ৩০% টাকা বীমার মেয়াদ শেষে বোনাস সহ প্রদান করা হবে।


    ৬. ১ম, ২ম, ৩য় বা ৪র্থ কিস্তির প্রদান করে যদি গ্রহীতা মৃত্যু বরণ করে, তবে বোনাস সহ সকল অর্থ নমিনীকে প্রদান করা হবে।



    ফারইস্ট ইন্স্যুরন্সের অসুবিধা

    আমরা ফারইস্ট ইন্সুরেন্সের তেমন কোন অসুবিধা না পেলেও, আপনি ফারইস্ট ইন্সুরেন্সের সকল কাগজ-পত্রের বৈধতা নিশ্চিত করে বীমা গ্রহন করুন।

    Post a Comment

    0 Comments