বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ সময়সূচী বাংলাদেশ


    বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ সময়সূচী বাংলাদেশের মোট খেলার সংখ্যা ৯টি। বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ এর আয়োজক দেশ হলো ভারত। তাই এই বিশ্বকাপে ভারতে বাংলাদেশের সমস্ত খেলা হবে। এই আসরে অর্থাৎ বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ এ বাংলাদেশ সহ সকল দেশের মোট ৪৮ টি খেলা হবে। প্রায় ১২ বছর পর এবার পুনরায় ভারতে ওয়ানডে বিশ্বকাপের আয়োজন করা হচ্ছে। জেনে রাখা ভালো যে প্রতি ৪ বছর পর পর একবার ওডিআই (ODI) বিশ্বকাপ এর আয়োজন করা হয়।






    আজকের আমরা জানব বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ বাংলাদেশের খেলাগুলোর সময়সূচি। থেকে আপনি বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ এর আসরটি হলো ওডিআই বিশ্বকাপের ১৩ তম আসর।


    বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ সময়সূচী বাংলাদেশ






    বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ এর প্রয়োজনীয় তথ্য

    বিশ্বকাপ ২০২৩ ক্রিকেট এর আসরে বাংলাদেশের জয়ের সম্ভবানা সবচেয়ে বেশি ধরা হচ্ছে। এছাড়াও...

     
    আয়োজন ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩
    আয়োজক দেশ ভারত
    বিশ্বকাপ এর আসর ১৩ তম
    অংশগ্রহনকারী দল ১০ টি
    খেলা শুরুর তারিখ ৫ অক্টোবর ২০২৩
    ফাইনাল খেলার তারিখ ১৯ নভেম্বর ২০২৩
    মোট ম্যাচের সংখ্যা ৪৮ টি
    তত্ত্বাবধায়ক ICC
    লাইভ খেলা লিংক Live link (click)








    বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ এ বাংলাদেশের খেলা

    DATE MATCH TIME VANUE
    ৭ অক্টোবর বাংলাদেশ vs আফগানিস্তান সকাল ১১ঃ০০ ধর্মশালা
    ১০ অক্টোবর বাংলাদেশ vs ইংল্যান্ড দুপুর ২ঃ৩০ ধর্মশালা
    ১৪ অক্টোবর বাংলাদেশ vs নিউজিল্যান্ড সকাল ১১ঃ০০ চেন্নাই
    ১৯ অক্টোবর বাংলাদেশ vs ভারত দুপুর ২ঃ৩০ পোন
    ২৪ অক্টোবর বাংলাদেশ vs সাউথ আফ্রিকা দুপুর ২ঃ৩০ মোম্বাই
    ২৮ অক্টোবর বাংলাদেশ vs ন্যাদারল্যান্ড দুপুর ২ঃ৩০ কলকাতা
    ৩১ অক্টোবর বাংলাদেশ vs পাকিস্তান দুপুর ২ঃ৩০ কলকাতা
    ৬ নভেম্বর বাংলাদেশ vs শ্রীলংকা দুপুর ২ঃ৩০ দিল্লি
    ১২ নভেম্বর বাংলাদেশ vs অস্ট্রেলিয়া সকাল ১১ঃ০০ পোন






    আরো দেখুন-











    ওয়ার্ল্ড কাপ ক্রিকেট ২০২৩ কোন কোন দল খেলছে?

    বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ এর ৪৮ টি খেলার সময়সূচি আমাদের পূর্বের পোস্টে দেখতে পারবেন। যেখানে আপনি দেখতে পারবেন ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এ কোন দেশের সাথে কোন দেশ খেলবে।কিন্তু ২০২৩ বিশ্বকাপ ক্রিকেট এই সময়সূচি জানার পাশাপাশি আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য হলো কোন কোন দেশগুলো এই বিশ্বকাপে খেলতে পারবে। দশটি অংশগ্রহণকারী দেশের মধ্যে ২ টি দলকে বছাই পর্ব খেলতে হবে। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি ২০২৩ সালেরওয়ানডে বিশ্বকাপের অংশগ্রহণকারী দেশের সংখ্যা দশ। এ দেশগুলো হলো:


    ১)ভারত

    ২)বাংলাদেশ

    ৩)পাকিস্তান

    ৪)ইংল্যান্ড

    ৫)অস্ট্রেলিয়া

    ৬)আফগানিস্তান

    ৭)নিউজিল্যান্ড

    ৮)শ্রীলঙ্কা

    ৯)সাউথ আফ্রিকা

    ১০)নেদারল্যান্ড



    ২০২৩ সালে এই আসরে বিশ্বের সকল শক্তিশালী দলগুলো অংশগ্রহণ করবে। ধারনা করা হচ্ছে এই বিশ্বকাপে অন্য বিশ্বকাপ থেকে বেশি রান হবে।

    Post a Comment

    0 Comments