এশিয়া কাপ 2023 সময়সূচী, ভেন্যু ও গ্রুপ আপডেট জানতে এবং বাংলাদেশের কয়টি খেলা তা জানতে সম্পূর্ণ পোস্ট পরুন।
বহুল প্রতিক্ষিত ১৬তম এশিয়া কাপ ২০২৩ সময়সূচী নানা নাটকীয়তার পর ১৯ জুলাই ২০২৩ সনে। এই টুর্নামেন্টটি ওয়ানডে ফরম্যাটে অর্থাৎ ৫০ ওভারে অনুষ্ঠিত হবে। ২০২৩ এশিয়া কাপ ৩০ শে আগস্ট পাকিস্তান ও নেপালের খেলার মাধ্য দিয়ে শুরু হবে। এশিয়া কাপ ২০২৩ টুর্নামেন্টটির আয়োজক দেশ হলো পাকিস্তান। কিন্তু পাকিস্তান ছাড়াও শ্রীলংকায় এ খেলাটির কিছু ম্যাচ আয়োজন করা হবে।
ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ থেকে মাস কয়েক আগে এশিয়া কাপ ২০২৩ অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্ট এর মাধ্যমে দলগুলো নিজেদের একটু পরখ করে নিতে পারবে। ১৬ তম এই এশিয়া কাপে মোট ৬ টি দল অংশ গ্রহন করবে।
এশিয়া কাপ ২০২৩ (Asia Cup 2023)
টুর্নামেন্ট নাম | Asia Cup 2023 |
---|---|
পাকিস্তান | ODI |
আয়োজক সংস্থা | ACC (Asian Cricket Council) |
আয়োজক দেশ | পাকিস্তান |
ম্যাচ ভেন্যু | পাকিস্তান ও শ্রীলংকা |
খেলার সময় | আগস্ট-সেপ্টেম্বর |
এশিয়া কাপ ২০২৩ এর ভেন্যু (Asia Cup 2023 Venue)
এশিয়ান ক্রিকেট সংস্থা ACC(Asian Cricket Council) এর সভাপতি জয় শাহ এশিয়া কাপ ২০২৩ হাইব্রিড মডেলে হওয়ার কথা জানিয়ে ছিলেন এবং সে অনুযায়ী পাকিস্তান ও শ্রীলংকা ভেনু দিয়ে সূচি প্রকাশ করেন।
এশিয়ান ক্রিকেট কাউন্সিল ACC এর প্রকাশ করা সূচি অনুযায়ী এশিয়া কাপ 2023 এর ভেন্যু দুই দেশ এবং টুর্নামেন্টটি ৩০শে অগাস্ট বুধবার পাকিস্তানে শুরু হবে। অন্যদিকে ১৭ই সেপ্টেম্বর রবিবার শ্রীলঙ্কার মাটিতে ফাইনাল খেলা হওয়ার মাধ্যমে শেষ হবে।
এশিয়া কাপ ২০২৩ গ্রুপ (Asia Cup 2023 group)
এশিয়া কাপ ২০২৩ টুর্নামেন্ট এ সর্বমোট এশিয়া মহাদেশের ছয়টি দেশ অংশগ্রহণ করবে। এই ৬ দেশের ৬টি দলের থেকে এক দল বিজয়ী হবে। এই টুর্নামেন্টটি দুটি গ্রুপে বিভক্ত করা হয়েছে। প্রথমটি হল গ্রুপ-A এবং দ্বিতীয়টি হল গ্রুপ- B। প্রতি গ্রুপে ৩টি দেশ করে খেলবে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, আফগানিস্তান ও নেপালের মধ্যে কোন দেশ কোন গ্রুপে নিচে তা দেয়া হল:
Group-A | Group-B |
---|---|
পাকিস্তান | বাংলাদেশ |
ভারত | শ্রীলঙ্কা |
নেপাল | আফগানিস্তান |
এশিয়া কাপ 2023 সময়সূচী (Asia Cup 2023 Time Table)
এশিয়া কাপ ২০২৩ সময়সূচি পূর্বে কিছুটা অনুমান করা গেলেও ভারত, পাকিস্তান দৈরথে তা কিছুটা অনিশ্চয়তায় পরে। তবে এশিয়া কাপ ২০২৩ দুই দেশে হওয়ার গুন্জন ছিল। ACC(Asian Cricket Council) অফিসিয়ালভাবে এশিয়া কাপ ২০২৩ সময়সূচি প্রকাশ করার পর এ গুন্জন সত্যি হয়। নিম্নে এশিয়া কাপ ২০২৩ এর সময়সূচি দেওয়া হলো:
Date | Team | Vanue |
---|---|---|
৩০-শে আগস্ট | পাকিস্তান VS নেপাল | মুলতান,পাকিস্তান |
৩১-শে আগস্ট | বাংলাদেশ VS শ্রীলংকা | ক্যান্ডি, শ্রীলঙ্কা |
২-রা সেপ্টেম্বর | ভারত VS পাকিস্তান | ক্যান্ডি, শ্রীলঙ্কা |
৩-রা সেপ্টেম্বর | বাংলাদেশ VS আফগানিস্তান | লাহোর, পাকিস্তান |
৪-ই সেপ্টেম্বর | ভারত VS নেপাল | ক্যান্ডি, শ্রীলঙ্কা |
৫-ই সেপ্টেম্বর | A1 বনাম B2 | লাহোর, পাকিস্তান |
৬-ই সেপ্টেম্বর | A1 বনাম B2 | লাহোর, পাকিস্তান |
৯-ই সেপ্টেম্বর | B1 বনাম B2 | কলম্বো, শ্রীলঙ্কা |
১০-ই সেপ্টেম্বর | A1 বনাম A2 | কলম্বো, শ্রীলঙ্কা |
১২-ই সেপ্টেম্বর | A2 বনাম B1 | কলম্বো, শ্রীলঙ্কা |
১৪-ই সেপ্টেম্বর | A1 বনাম B1 | কলম্বো, শ্রীলঙ্কা |
১৫-ই সেপ্টেম্বর | A2 বনাম B2 | কলম্বো, শ্রীলঙ্কা |
১৭-ই সেপ্টেম্বর | ফাইনাল | কলম্বো, শ্রীলঙ্কা |
এশিয়া কাপ বিজয়ী দলগুলোর পুরো তালিকা (Asia Cup Winners list)
১৯৮৪ সাল থেকে এশিয়া কাপ খেলা শুরু হয়েছে। এখন প্রর্যন্ত টি-২০ ও ওডিআই ফরম্যাটে ১৫ বার এশিয়া কাপ খেলা হয়েছে। এশিয়া কাপ ২০২৩ হলো ১৬তম আসর। নিচে সমস্ত Runners Up এবং Winning Team দলের নাম দেয়া হল:
Year | Format | Winner | Runners Up |
---|---|---|---|
2022 | T-20 | শ্ৰীলঙ্কা | পাকিস্তান |
2018 | ODI | ভারত | বাংলাদেশ |
2016 | T-20 | ভারত | বাংলাদেশ |
2014 | ODI | শ্রীলঙ্কা | পাকিস্তান |
2012 | ODI | পাকিস্তান | বাংলাদেশ |
2010 | ODI | ভারত | শ্রীলঙ্কা |
2008 | ODI | শ্রীলঙ্কা | ভারত |
2004 | ODI | শ্রীলঙ্কা | ভারত |
2000 | ODI | পাকিস্তান | শ্রীলঙ্কা |
1997 | ODI | শ্রীলঙ্কা | ভারত |
1995 | ODI | ভারত | শ্রীলঙ্কা |
1990-91 | ODI | ভারত | শ্রীলঙ্কা |
1988 | ODI | ভারত | শ্রীলঙ্কা |
1986 | ODI | শ্রীলঙ্কা | পাকিস্তান |
1984 | ODI | ভারত | শ্রীলঙ্কা |
FAQs
১. এশিয়া কাপ ২০২৩ খেলা শুরু হবে কত তারিখ ?
উত্তর: এশিয়া কাপ ২০২৩ টুর্নামেন্টটি শুরু হবে পাকিস্তানে ৩০শে আগস্ট বুধবার।
২. এশিয়া কাপ ২০২৩ এ বাংলাদেশের খেলা কবে ?
উত্তর: এশিয়া কাপ ২০২৩ এ বাংলাদেশের খেলা ৩১শে আগস্ট ও ৩রা সেপ্টেম্বর। গ্রুপ পর্বে বাংলাদেশ এ দুটি ম্যাচ খেলবে।
0 Comments